যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ এবং আরো ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সারা বিশ্বেই নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইউরোপ ছাড়া বাকি ১২ দেশের মধ্যে রয়েছে: আর্জেটিনা, ব্রাজিল, চিলি, তুরস্ক, সাউথ আফ্রিকা, উরুগুয়ে, পেরু, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত এবং কাতার।