মাদারীপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ধুরাইল ইউনিয়নের চর ধুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে চর ধুরাইল গ্রামের সিরাজ হাওলাদারের সঙ্গে প্রতিবেশী খোকন মফাচ্ছেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ দুপুরে বিরোধপূর্ণ জমি দখল নিতে যান খোকন ও তাঁর লোকজন। এতে বাধা দেয় সিরাজের পরিবার। এরই জেরে খোকন লোকজন নিয়ে সিরাজের পরিবারের ওপর হঠাৎ হামলা চালান।
হামলায় সিরাজের ভাই মিজানুর রহমান, চাচাতো ভাই মাসুদ হাওলাদার, ফুপাতো ভাই সোনা মিয়া হাওলাদারসহ পাঁচজন জখম হন। এ সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় তিন ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’