হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ নিয়ে যুবলীগের মিছিল

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন। 

আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে ভোরে উপজেলার জৈনা বাজারসহ দু-একটি স্থানে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই। 

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।’ 

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, গতকাল সোমবার রাতে পৌর বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে। 

 শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, ‘বিনা কারণে পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি করছে। পরিবারের সদস্যদের হয়রানি করছে। মিথ্যা মামলায় অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠাচ্ছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির