হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ নিয়ে যুবলীগের মিছিল

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন। 

আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে ভোরে উপজেলার জৈনা বাজারসহ দু-একটি স্থানে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই। 

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।’ 

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, গতকাল সোমবার রাতে পৌর বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে। 

 শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, ‘বিনা কারণে পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি করছে। পরিবারের সদস্যদের হয়রানি করছে। মিথ্যা মামলায় অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠাচ্ছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট