হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইউএনওর বিদায়ে কাঁদলেন জনপ্রতিনিধিরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর বিদায় অনুষ্ঠানে আবেগ–আপ্লুত হয়ে কেঁদেছেন জনপ্রতিনিধিরা। কেঁদেছেন ইউএনও নিজেও। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এমন দৃশ্যের অবতারণা হয়। 

এর আগে দীর্ঘ দুই বছর চার মাস রোজলিন শহীদ চৌধুরী পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বদলি হন। দায়িত্ব পালনকালে তিনি একজন জনবান্ধব ইউএনও হিসেবে সব শ্রেণি–পেশার মানুষের কাছে পরিচিতি লাভ করেন। 

অনুষ্ঠানে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীও বক্তব্য দিতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন। এ সময় পুরো সভাকক্ষ নীরব হয়ে পড়ে। উপস্থিত সবার চোখে পানি চলে আসে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন–এসিল্যান্ড তানিয়া আক্তার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান। 

আরও বক্তব্য দেন–উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ওসি নাহিদ হাসান সুমন, পৌরমেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মোছা শামছুন্নাহার আপেল, অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দীন, আবদুল হামিদ টিটু, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী