হোম > সারা দেশ > মানিকগঞ্জ

প্রেমিকার স্বামীকে হত্যা, ৭ বছর ধরে পলাতক যুবক গ্রেপ্তার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব ৪। গতকাল শনিবার রাত ১১টায় সাভারের হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে র‍্যাব-৪ এর মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৮ নভেম্বর জেলার হরিরামপুর উপজেলার কদমতলি গ্রামে স্ত্রীর সঙ্গে প্রেমিককে দেখে ফেলায় খুন হন ইদ্রিস আলী। এ মামলায় স্ত্রী সেলিনা আক্তার ও প্রেমিক নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আদালত।

অভিযোগ সূত্রে জানা যায়, পরকীয়ার জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর রিকশা চালক ইদ্রিস আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে তার গলা কাটা হয়। পরে এ ঘটনায় নিহতের মা কোমেলা বেগম বাদী হয়ে আসামি নজরুল ইসলাম, সাত্তার মিয়া, সেলিমা আক্তার ও দুলাল মিয়াকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি নজরুল ইসলামকে তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বের হয়ে সাত বছর পলাতক ছিলেন।

র‍্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৭ বছর তিনি পলাতক ছিলেন। নিহত ইদ্রিস আলীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের কদমতলা গ্রামে। আসামির বাড়ি ও একই এলাকার কামারঘোনা গ্রামে। আসামি নজরুল পরিচয় গোপন করে সাভার ও আশুলিয়াতে পেশা বদলে ছিলেন। তিনি ভ্যানচালক, হোটেল কর্মচারী হিসেবে বিভিন্ন খানে কাজ করেছেন।

কোর্ট ফির ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু, তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

শুক্রবার থেকে মেট্রোরেলে সর্বাত্মক কর্মবিরতি, কর্মচারীদের আলটিমেটাম

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা

টাকা চুরির জন্য সন্দেহ করায় মা-মেয়েকে হত্যা

কেরানীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢামেকে মৃত্যু

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আরও ২ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা গ্রেপ্তার