হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরীর নাম নওশিন আক্তার ঝুমা (১২)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মালাহার উত্তর পালাঘাট উত্তর পালারহার গ্রামের নূরুল ইসলামের মেয়ে। ঝুমা টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাদল মিয়ার ভাড়া বাড়িতে নানি রহিমা বেগমের সঙ্গে থাকত।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ঝুমা টঙ্গীর জহির মার্কেট এলাকার কমপ্লায়েন্স ফ্যাশন এন্ড ডিজাইন লিমিটেড নামের প্রিন্টিং কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানায় কাজে যোগ দেয় ঝুমা। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে তাকে ছুটি দেয়নি। এরই একপর্যায়ে ছুটি না নিয়ে কারখানা থেকে বেরিয়ে বাসায় চলে যায় ঝুমা।

এ সময় নাতনিকে একা বাসায় রেখে রহিমা বেগম খাবার আনতে দোকানে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে ওই কক্ষের সিলিংয়ে সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুমার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। আশপাশের পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমপ্লায়েন্স ফ্যাশন এন্ড ডিজাইন লিমিটেড কারখানার ব্যবস্থাপক হাবিব হোসেন বলেন, ‘আমি কারখানায় ছিলাম না। ঝুমা সকালে কারখানায় কাজে যোগ দিয়ে কিছুক্ষণ পরেই ছুটি চায়। ছুটি দেওয়ার মতো দায়িত্বপ্রাপ্ত কেউই ছিল না। কাউকে না জানিয়েই ঝুমা কারখানা থেকে বেরিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর পাই আমরা।’

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন