হোম > সারা দেশ > ঢাকা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা রিকশাচালক ইসমাইল আলী। ছবি: সংগৃহীত

জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।

ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দী করেছিলেন এক ফটোসাংবাদিক। প্রায় ৬ মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সহমর্মিতা জানিয়ে সেই ছবি শেয়ার করেন অনেকে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সে সময় দায়িত্বপালন করা একজন চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ। হাতিরঝিল থানা-পুলিশের এসআই মো. তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পাঁচজন। ছবি: সংগৃহীত

থানা-পুলিশ সূত্র বলছে, ইসমাইল আলীর চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর কারণেই তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের না চাওয়ার কারণেই সেদিন নিরাপত্তাকর্মীরা ইসমাইলকে সাহায্য করতে পারেননি। তাঁদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী