হোম > সারা দেশ > ঢাকা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা রিকশাচালক ইসমাইল আলী। ছবি: সংগৃহীত

জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।

ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দী করেছিলেন এক ফটোসাংবাদিক। প্রায় ৬ মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সহমর্মিতা জানিয়ে সেই ছবি শেয়ার করেন অনেকে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সে সময় দায়িত্বপালন করা একজন চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ। হাতিরঝিল থানা-পুলিশের এসআই মো. তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পাঁচজন। ছবি: সংগৃহীত

থানা-পুলিশ সূত্র বলছে, ইসমাইল আলীর চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর কারণেই তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের না চাওয়ার কারণেই সেদিন নিরাপত্তাকর্মীরা ইসমাইলকে সাহায্য করতে পারেননি। তাঁদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক