সাভারে ট্রাকের ধাক্কায় মাহমুদ ইসলাম জাহিদ (৫৫) নামে এক মিনিবাসের চালক মারা গেছেন। আজ সোমবার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভারমুখী লেনে এই ঘটনা ঘটে।
নিহত মিনিবাসের চালক মাহমুদ ইসলাম জাহিদ ঢাকার সাভারের দক্ষিণ রাজাশন এলাকার শামসুল ইসলামের ছেলে। সাভার হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, চলন্ত অবস্থায় ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের ধাক্কা লাগে। পরে সেই মিনিবাসের চালক ট্রাকটিকে আটকানোর জন্য মিনিবাস থেকে নেমে ট্রাকের চালককে সিগন্যাল দেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক দাঁড়িয়ে থাকা চালককে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনিবাসের চালক মাহমুদ ইসলাম জাহিদ।
ওসি জানান, উপস্থিত জনতা ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যান ট্রাকের চালক। পরে আটককৃত ট্রাক ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।