হোম > সারা দেশ > গোপালগঞ্জ

এসি ঘুষ নেওয়া কাশিয়ানী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা ও এয়ারকন্ডিশনার (এসি) ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে তদন্তে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ওসি মো. শফিউদ্দিন খান কাশিয়ানী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেনের কাছে এই টাকা ও এসি দাবি করেন। এ বিষয়ে আড়াই মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয় গত শনিবার। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় পরদিন ওসি শফিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিনকে ঘটনাটি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি তদন্ত শেষে গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা