হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১-এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনকে তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আবেদনকারীর আইনজীবী তানজীব উল আলম বলেন, এম এ ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ—তিনি পাপুয়া নিউগিনির নাগরিক। নাগরিকত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। 

ওই নির্দিষ্ট দেশের তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তাই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের নাগরিক নন। এখন তাঁকে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী তাঁর নির্বাচন করারই কোনো যোগ্যতা ছিল না। হাইকোর্ট বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি