গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির শরীরের তিনটি অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ির পুলিশ। আজ শনিবার সকালে মানবদেহের এসব অঙ্গ উদ্ধার করা হয়। উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়াবাড়ির সামনে কোমর থেকে ঊরু পর্যন্ত একাংশ ও দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশসহ র্যাবও রয়েছে। পাশাপাশি নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।’
স্থানীয়রা বলছেন, ওই এলাকায় অপরিচিত কিছু লোক আশপাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তাঁদের ধারণা, যেভাবে লোকটিকে টুকরা করা হয়েছে, এটা উন্মুক্ত স্থানে নয় বরং কোনো রুমের মধ্যে কাটা হতে পারে। কারণ এমন কাজ খোলা জায়গায় সম্ভব নয়।
নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য আরও বলেন, ‘গত বুধবার থেকে ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল বানার্ট গোসালের ছেলে সবুজ বানার্ট গোসাল (৩০) নিখোঁজ রয়েছেন। তবে পরিবার ও স্বজনদের দাবি, আংশিক পাওয়া মরদেহটি ওই নিখোঁজ যুবক সবুজের। সবুজ গোসাল পূর্বাচল এপারেল পোশাক কারখানায় পোশাকশ্রমিকের কাজ করতেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’