হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের নামে আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে: জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একদলীয় এবং একপক্ষীয় নির্বাচন অভিহিত করেছেন। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আইনজীবী জেড আই খান বলেন, ‘নির্বাচনে একটা দলের নির্বাচন হচ্ছে। আদতে ভোটের মাধ্যমে তা-ই হবে, যা আওয়ামী লীগের কাউন্সিলে হতো। আওয়ামী লীগের জোটে যাঁরা আছেন, তাঁরাই নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বিরোধী দল দমন করা হচ্ছে কি না জানতে চাইলে জেড আই খান বলেন, ‘নির্বাচনের পর সরকারের শুভ বুদ্ধির উদয় হবে—এটা আমি আশা করি। রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন। অন্যথায় রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’

বিভিন্ন সময় মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন ও স্বাধীন মত দমনে নিবর্তনমূলক আইনে সমালোচনা করে জেড আই খান আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সরকারের সমালোচনা করা যাবে না—এটা মোটেও ঠিক না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল প্রমুখ।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ