হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের নামে আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে: জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একদলীয় এবং একপক্ষীয় নির্বাচন অভিহিত করেছেন। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আইনজীবী জেড আই খান বলেন, ‘নির্বাচনে একটা দলের নির্বাচন হচ্ছে। আদতে ভোটের মাধ্যমে তা-ই হবে, যা আওয়ামী লীগের কাউন্সিলে হতো। আওয়ামী লীগের জোটে যাঁরা আছেন, তাঁরাই নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বিরোধী দল দমন করা হচ্ছে কি না জানতে চাইলে জেড আই খান বলেন, ‘নির্বাচনের পর সরকারের শুভ বুদ্ধির উদয় হবে—এটা আমি আশা করি। রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন। অন্যথায় রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’

বিভিন্ন সময় মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন ও স্বাধীন মত দমনে নিবর্তনমূলক আইনে সমালোচনা করে জেড আই খান আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সরকারের সমালোচনা করা যাবে না—এটা মোটেও ঠিক না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল প্রমুখ।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব