হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের নামে আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে: জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একদলীয় এবং একপক্ষীয় নির্বাচন অভিহিত করেছেন। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আইনজীবী জেড আই খান বলেন, ‘নির্বাচনে একটা দলের নির্বাচন হচ্ছে। আদতে ভোটের মাধ্যমে তা-ই হবে, যা আওয়ামী লীগের কাউন্সিলে হতো। আওয়ামী লীগের জোটে যাঁরা আছেন, তাঁরাই নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বিরোধী দল দমন করা হচ্ছে কি না জানতে চাইলে জেড আই খান বলেন, ‘নির্বাচনের পর সরকারের শুভ বুদ্ধির উদয় হবে—এটা আমি আশা করি। রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন। অন্যথায় রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’

বিভিন্ন সময় মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন ও স্বাধীন মত দমনে নিবর্তনমূলক আইনে সমালোচনা করে জেড আই খান আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সরকারের সমালোচনা করা যাবে না—এটা মোটেও ঠিক না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল প্রমুখ।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি