হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

টিটু চোখ হারিয়েছেন গণতন্ত্রের স্বার্থে: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন নামে এক যুবদল কর্মী মারা গেছেন। সারা দেশে এভাবে ১৮ জনের মতো নেতা-কর্মীকে মেরে ফেলা হয়েছে। টিটুর মতো অসংখ্য নেতা-কর্মীর চোখ চলে গেছে পুলিশের গুলিতে। টিটু চোখ হারিয়েছেন গণতন্ত্রের স্বার্থে। এই ত্যাগ বৃথা যাবে না। 

পুলিশের গুলিতে আহত বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় এ মন্তব্য করেন রিজভী। শহীদুল ইসলাম টিটু ফতুল্লা থানা বিএনপির সভাপতি। 

রিজভী বলেন, দেশের জন্য কারও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু কিছুদিন আগে যুবদল করতেন। এর আগে ছাত্রদলের রাজনীতি করেছেন। তরুণদের তিনি দিকনির্দেশনা দেবেন—এই চিন্তা করেই তিনি ফতুল্লা থানার দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাঁর বয়স তেমন একটা হয়নি। এই পৃথিবীতে আরও কিছু দেখার সময় রয়েছে। অথচ এই তরুণ বয়সে তাঁর চোখ হারাতে হয়েছে। এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর ঘটতে পারে না। তাঁর পরিবার, তাঁর সমাজ, তাঁর দলের লোকজনের সঙ্গে চোখে চোখ মিলিয়ে তিনি কথা বলতে পারছেন না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ