হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে অগ্নিকাণ্ড: ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটে গত ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ৪৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরস্কার পাওয়া পুলিশ সদস্যের ৩৬ জন পিএমও (পূর্ব) বিভাগ ও রমনা বিভাগের, ডিএমপি মিডিয়া বিভাগের হলেন ৭ জন।

আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

নিউমার্কেট থানাধীন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের দিন নিয়োজিত পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করেন। তাঁদের এই সাহসিক ও মানবিক কাজের বিভিন্ন চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং জাতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার পায়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল হয় বলে মনে করে ডিএমপি। পুলিশ সদস্যদের এমন সাহসিক ও মানবিক কাজের জন্য পুরস্কৃত করা হয়। 

পিএমও (পূর্ব) বিভাগের ৩৬ জন্য সদস্য হলেন—এএসআই মো. হোসেন, কনস্টেবল পরান সরকার, আবেদুর রহমান, গোলাপ, কাকন, শান্ত, মো. সজীব, উজ্জ্বল কুমার বর্মণ, রাকিব, খালিদ, মো. গোলাম মোস্তফা, মো. সজীব, অনিক বড়ুয়া, মো. মেহেদী হাসান, এইচ এম আ. কাইয়ুম, মো. শামীম হোসেন, মো. ইমামুস সুলতান, মো. রাসেল আহমেদ, সাইফুল ইসলাম সৈকত, মো. নোমান, মো. ফাহিম হোসেন, সঞ্জয় চন্দ্র বর্মণ, মো. তুষার আর্থী, রাজু আহমেদ রাজ, মো. শাহীন, মো. সাকিব, মো. জাহিরুল, মো. মাহমুদুল, মো. নাঈম, মো. মিজান, মো. বোরহান, মো. আকিবুল, মাসুদ রানা, মো. আমির হোসেন, মো. মিলন ও মো. মামুন। 

ডিএমপি মিডিয়া বিভাগের ৭ জন হলেন—এএসআই মো. মুশফিকুর রহমান, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. আদনান খান, বরুণ কুমার রায়, মো. আবেদ মিয়া, মো. রাসেল আহমেদ ও মো. মনিরুজ্জামান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, ‘১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জনগণের পাশে ছিলাম এবং আমরা থাকব। দেশের নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ দেশমাতৃকার টানে পালিয়ে যায় না।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় পুলিশ সদস্যরা প্রমাণ দিয়েছেন পুলিশ সময়মতো ক্লিক করতে জানে। আমরা আমাদের পেশাদারিত্বের পরিচয় দিতে পেরেছি।’

অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘এই পুরস্কার ভবিষ্যতে পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের কর্মস্পৃহা ও মনোবল আরও বেশি বৃদ্ধি করবে। পুলিশ সদস্যদের অপেশাদার আচরণ থেকে নিজেদের সংযত রাখতে হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা