গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় গেল তিন দিনে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয়স্বজনও রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, মহানগর পুলিশের বিভিন্ন টিম এ ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত এবং অনুসন্ধান চালাচ্ছে। একই সঙ্গে অপারেশন ডেভিল হান্টের অধীনে ঘটনায় জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ঘটনার পর (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা।