নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফ উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখেরহাট এলাকায় আজ বৃহস্পতিবার সকালে আরিফ হোসেন ভুক্তভোগী শিশুকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকারে আরিফ পালানোর চেষ্টা করেন। শিশুর চাচা আরিফের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে দা দিয়ে ভুক্তভোগী শিশুর চাচাকে আঘাত করেন। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণের জন্য অভিযুক্ত আরিফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগেও আরিফ ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।