হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত বাবুল হোসেন (৫০) ধামরাইয়ের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং কুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পরপর দুবার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে বাবুল হোসেন তাঁর জমিতে কাজ করছিলেন। এ সময় আফসান ও শওকতের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা বাবুলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় বাবুলের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী বেল ৩টার দিকে বাবুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাবুলের ভাতিজা মমিন হাসান বলেন, ‘স্থানীয় একটি হাউজিং কোম্পানির মালিকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার চাচার বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই আমার চাচাকে হত্যা করা হয়ে থাকতে পারে। চাচা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে বাবুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শওকত ও আফসানের নেতৃত্বে কয়েকজন বাবুলের ওপর হামলা চালায়। হামলায় বাবুলের একটি পা ভেঙে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল