হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত বাবুল হোসেন (৫০) ধামরাইয়ের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং কুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পরপর দুবার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে বাবুল হোসেন তাঁর জমিতে কাজ করছিলেন। এ সময় আফসান ও শওকতের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা বাবুলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় বাবুলের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী বেল ৩টার দিকে বাবুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাবুলের ভাতিজা মমিন হাসান বলেন, ‘স্থানীয় একটি হাউজিং কোম্পানির মালিকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার চাচার বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই আমার চাচাকে হত্যা করা হয়ে থাকতে পারে। চাচা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে বাবুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শওকত ও আফসানের নেতৃত্বে কয়েকজন বাবুলের ওপর হামলা চালায়। হামলায় বাবুলের একটি পা ভেঙে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ