হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে পানিতে ফেলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে র‍্যাব-১–এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ওই তরুণের নাম সিয়াম আহম্মেদ (১৯)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের ওপর প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠালে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে। 

এর আগে গত চার মাস আগে উত্তরখান থানার ফায়দাবাদ এলাকায় ফুফু নাদিরার বাসায় থেকে একটি ইলেকট্রনিক শোরুমে চাকরি করতেন। ঈদের দিন রাতে বাসা থেকে বেরিয়ে যান রিফাত। পর দিন সন্ধ্যায় তুরাগ নদের পানিতে তাঁর লাশ ভাষতে দেখা যায়। রিফাতকে হত্যার পর নদের পানিতে ফেলে দেওয়া হয় বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম এর দায় স্বীকার করেছে। আজ সিয়ামকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হবে। 

নিহত রিফাত মোল্লা (২২) নরসিংদী জেলা রায়পুরা থানার হাইরজারা গ্রামের ইসমাইল হাসানের ছেলে। এ ঘটনায় পরদিন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট