হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নদীভাঙনে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে নদীভাঙনের সময় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আজ বুধবার সকালে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, চাতাল কলের শ্রমিক মোস্তাকিম ও শরীফ। তাঁদের বাড়ি জেলার বাজিতপুর ও লাখাই উপজেলার শিবপুরে। 
 
স্থানীয়রা জানান, গত রোববার সকালে উজান থেকে নামা পানির প্রবল স্রোতে মেঘনা নদীর তীরবর্তী খাজা ও রাহমানিয়া রাইস মিলে হঠাৎ ভাঙন দেখা দেয়। এ সময় ভাঙন কবলিত ঘর থেকে ফ্রিজ ও আসবাবপত্র আনতে গিয়ে তাঁরা দুজন পানিতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে ওই দিন সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করে ফিরে যান তারা। 

পরবর্তীতে চাতাল কল মালিকেরা স্থানীয় ডুবুরি মালেক মিয়ার দলকে উদ্ধার অভিযানের দায়িত্ব দেন। অভিযানের একপর্যায়ে গতকাল দুপুরে নিখোঁজ শরীফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। পরে আজ সকালে নিখোঁজ মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। 

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন