হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নদীভাঙনে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে নদীভাঙনের সময় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আজ বুধবার সকালে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, চাতাল কলের শ্রমিক মোস্তাকিম ও শরীফ। তাঁদের বাড়ি জেলার বাজিতপুর ও লাখাই উপজেলার শিবপুরে। 
 
স্থানীয়রা জানান, গত রোববার সকালে উজান থেকে নামা পানির প্রবল স্রোতে মেঘনা নদীর তীরবর্তী খাজা ও রাহমানিয়া রাইস মিলে হঠাৎ ভাঙন দেখা দেয়। এ সময় ভাঙন কবলিত ঘর থেকে ফ্রিজ ও আসবাবপত্র আনতে গিয়ে তাঁরা দুজন পানিতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে ওই দিন সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করে ফিরে যান তারা। 

পরবর্তীতে চাতাল কল মালিকেরা স্থানীয় ডুবুরি মালেক মিয়ার দলকে উদ্ধার অভিযানের দায়িত্ব দেন। অভিযানের একপর্যায়ে গতকাল দুপুরে নিখোঁজ শরীফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। পরে আজ সকালে নিখোঁজ মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। 

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে