হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টঙ্গীতে তেলবাহী ট্রাকের চাপায় সাইফ মাহমুদ খান (৪৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক মাগুরা জেলার শালিখা থানার দেশমুখ পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাইফ তার স্ত্রী দৃষ্টি আক্তারকে নিয়ে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ভাড়া বাড়িতে বাস করতেন। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শ্রমিকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সাইফ ও তার স্ত্রী দৃষ্টি আক্তার। এ সময় গাজীপুরগামী একটি তেলবাহী ট্রাক সাইফকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের স্ত্রী দৃষ্টি আক্তার বলেন, ‘সাইফ টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করত। আজ আমরা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে কলেজগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি তেলবাহী ট্রাক সাইফকে চাপা দেয়।’ 

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান এনি আজকের পত্রিকাকে বলেন, সাইফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়।’ 

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক আটক হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’