হোম > সারা দেশ > ঢাকা

প্রাথমিকের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধনে পুলিশের হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১ নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তৃতীয় শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মচারীরা একটি মানববন্ধন করেন। শান্তিপূর্ণ আন্দোলনে হুট করে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অনেক কর্মচারী আহত হন।

আহত সামসুল ইসলাম বলেন, ‘আমরা তিন দিন আগে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এই মানববন্ধন করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হই। তার পরেও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। পুলিশ আমাদের কোনো কথাই শুনল না। আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয়ে হাসপাতালে গেছেন।’

এদিকে আন্দোলনরতদের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেছে বলে জানি না।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন