হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে ৪ লাখ টাকার অস্থায়ী হাট বিক্রি ৪২ লাখে!

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বালিগাঁও অস্থায়ী কোরবানির পশুর হাটের শিডিউল জমা দিচ্ছেন দেলোয়ার ব্যাপারী। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৪ লাখ টাকার ইজারার অস্থায়ী কোরবানির পশুর হাট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বালিগাঁও ও হাসাইল এলাকার অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগাঁও হাটের জন্য নির্ধারিত মূল্য ধরা হয় ৩ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা এবং হাসাইল হাটের জন্য ধরা হয় ৪ লাখ ৫৬ হাজার ৮৬০ টাকা।

প্রথম পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হাজি আবু সাঈদ মিয়া বালিগাঁও হাটের ইজারা পান। কিন্তু পরে অভিযোগ ওঠে, ওই হাটটি দ্বিতীয়বার ‘সাব ডাকের’ মাধ্যমে ইজারা দিয়ে ৪২ লাখ টাকায় দেলোয়ার হোসেন ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত লেনদেন হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এই অতিরিক্ত অর্থের বড় অংশই ভাগাভাগি করে নেয় একটি প্রভাবশালী চক্র। স্কুলের নামে থাকা হাটের আয় থেকে সামান্য একটি অংশ পায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বাকি অর্থ হাট ইজারাদার এবং স্থানীয় একটি মহলের মধ্যে বণ্টন হয়।

বালিগাঁও হাটের সাব ডাকের এক শিডিউল ক্রেতা রিপন মুন্সি বলেন, ‘আমি ৩৫ লাখ টাকার শিডিউল কিনেছিলাম, কিন্তু হাট পাইনি। সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলোয়ার হোসেন ব্যাপারী হাট পেয়েছেন।’

আরেক শিডিউল ক্রেতা জুলহাস শেখ বলেন, ‘আমি শিডিউল কিনেও হাট পাইনি। শুনেছি, দেলোয়ার ব্যাপারী ৪২ লাখ টাকায় হাটটি কিনেছেন।’

অস্থায়ী হাট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন ব্যাপারী বলেন, ‘৭-৮ লাখ টাকায় হাট নেওয়া হয়েছে।’

তবে হাট কমিটির সভাপতি দেলোয়ার ব্যাপারী দাবি করেন, ‘সাব ডাকের কোনো বিষয় নেই। সরকার নির্ধারিত নিয়মেই হাট পরিচালনা করা হচ্ছে।’ অথচ প্রতিবেদকের হাতে রয়েছে তাঁর শিডিউল জমা দেওয়ার আলোকচিত্র।

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাব ডাকের কোনো নিয়ম নেই। এমন কিছু ঘটেছে বলে প্রমাণ পেলে ইজারা বাতিল করা হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে