হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গারির আড়ালে মাদক, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাভাবিক চোখে দেখলে মনে হবে শহরের পরিত্যক্ত জঞ্জালভর্তি একটি পিকআপ। এই পিকআপটি বিভিন্ন ধরনের পরিত্যক্ত পণ্য ও লোহার টুকরা, অর্থাৎ ভাঙ্গারিতে বোঝাই। কিন্তু বাস্তবে ভিন্ন কিছু পেয়েছেন র‍্যাবের সদস্যরা। পিকআপে ভর্তি ভাঙ্গারির আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করা হয়। 

এ সময় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মেরাজ হাসান (২০) ও মো. রনি (৩২)। 

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক। 

এএসপি ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সীমান্তবর্তী জেলা থেকে পিকআপ গাড়িতে করে মাদকের একটি চালান ঢাকায় হস্তান্তরের জন্য আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব-২-এর একটি দল। পরে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মো. মেরাজ হাসান (২০) ও মো. রনিকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করেন। পরে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে, তল্লাশি করে পিকআপ ভ্যানের ভেতরে বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীসহ আশপাশের জেলায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নিত্যনতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক সংগ্রহ করত। এরপর অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গ্রেপ্তার মো. রনি মাদক মামলায় চার মাস কারাভোগের পর গত ২৬ আগস্ট জামিনে মুক্ত পান। তাঁর বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মাদক মামলা এবং মো. মেরাজ হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন