হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর, কুইস্তারাসহ কয়েকটি গ্রাম, হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর বাজার, বয়ড়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর গ্রামে ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। 

হরিরামপুর পল্লী বিদ্যুতের লেছড়াগঞ্জ বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর, বয়ড়া ইউনিয়নের যাত্রাপুরের একাংশসহ মূল লাইনের তার বেশি ছেঁড়ায় এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। আমরা বৃহস্পতিবার রাত থেকে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রাপুর দর্জিপাড়া ও দানিস্তপুর গ্রামে শনিবার বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’ 

বয়ড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। মাছসহ ফ্রিজের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ২৫ ঘণ্টায়ও বিদ্যুৎ অফিস লাইন সচল করতে পারেনি।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ ঘণ্টায় বিদ্যুৎ পেলাম না। এটা দুঃখজনক।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়ের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের কিছু অংশে ২০ থেকে ২২ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও অনেকাংশেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমাস খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের দানিস্তপুর পুরো গ্রামের দু-একটি বাড়ি বাদে বিদ্যুৎ নেই। পাশের কুইস্তারা গ্রামেরও অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।’

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা