হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর, কুইস্তারাসহ কয়েকটি গ্রাম, হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর বাজার, বয়ড়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর গ্রামে ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। 

হরিরামপুর পল্লী বিদ্যুতের লেছড়াগঞ্জ বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর, বয়ড়া ইউনিয়নের যাত্রাপুরের একাংশসহ মূল লাইনের তার বেশি ছেঁড়ায় এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। আমরা বৃহস্পতিবার রাত থেকে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রাপুর দর্জিপাড়া ও দানিস্তপুর গ্রামে শনিবার বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’ 

বয়ড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। মাছসহ ফ্রিজের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ২৫ ঘণ্টায়ও বিদ্যুৎ অফিস লাইন সচল করতে পারেনি।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ ঘণ্টায় বিদ্যুৎ পেলাম না। এটা দুঃখজনক।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়ের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের কিছু অংশে ২০ থেকে ২২ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও অনেকাংশেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমাস খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের দানিস্তপুর পুরো গ্রামের দু-একটি বাড়ি বাদে বিদ্যুৎ নেই। পাশের কুইস্তারা গ্রামেরও অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩