হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর, কুইস্তারাসহ কয়েকটি গ্রাম, হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর বাজার, বয়ড়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর গ্রামে ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। 

হরিরামপুর পল্লী বিদ্যুতের লেছড়াগঞ্জ বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর, বয়ড়া ইউনিয়নের যাত্রাপুরের একাংশসহ মূল লাইনের তার বেশি ছেঁড়ায় এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। আমরা বৃহস্পতিবার রাত থেকে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রাপুর দর্জিপাড়া ও দানিস্তপুর গ্রামে শনিবার বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’ 

বয়ড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। মাছসহ ফ্রিজের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ২৫ ঘণ্টায়ও বিদ্যুৎ অফিস লাইন সচল করতে পারেনি।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ ঘণ্টায় বিদ্যুৎ পেলাম না। এটা দুঃখজনক।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়ের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের কিছু অংশে ২০ থেকে ২২ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও অনেকাংশেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমাস খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের দানিস্তপুর পুরো গ্রামের দু-একটি বাড়ি বাদে বিদ্যুৎ নেই। পাশের কুইস্তারা গ্রামেরও অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু