হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর, কুইস্তারাসহ কয়েকটি গ্রাম, হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর বাজার, বয়ড়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর গ্রামে ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। 

হরিরামপুর পল্লী বিদ্যুতের লেছড়াগঞ্জ বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর, বয়ড়া ইউনিয়নের যাত্রাপুরের একাংশসহ মূল লাইনের তার বেশি ছেঁড়ায় এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। আমরা বৃহস্পতিবার রাত থেকে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রাপুর দর্জিপাড়া ও দানিস্তপুর গ্রামে শনিবার বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’ 

বয়ড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। মাছসহ ফ্রিজের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ২৫ ঘণ্টায়ও বিদ্যুৎ অফিস লাইন সচল করতে পারেনি।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ ঘণ্টায় বিদ্যুৎ পেলাম না। এটা দুঃখজনক।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়ের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের কিছু অংশে ২০ থেকে ২২ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও অনেকাংশেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমাস খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের দানিস্তপুর পুরো গ্রামের দু-একটি বাড়ি বাদে বিদ্যুৎ নেই। পাশের কুইস্তারা গ্রামেরও অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন