হোম > সারা দেশ > গাজীপুর

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় আজ শনিবার বিকেলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’

আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি? আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ’৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, ’৯৫-তে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা ৫ আগস্টের পরে বললেন, “আওয়ামী লীগকে মাফ করে দেব। ভারতের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে?”’

ভারতের পুশ ইন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন পুশ ইন করাচ্ছেন? এসব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে? কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশ ইন করেননি? গতকালও (শুক্রবার) ৪৪ জন পুশ ইন করেছেন। তাঁদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে। এই কার্ডসহ চার পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। আমি সরকারকে বলব, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে।’

রিজভী আরও বলেন, ‘এ দেশের মানুষ লড়াকু। আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে যদি পুশ ইন অব্যাহত রাখেন, তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।’

গাজীপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক সাবিকুর রহমান শাহীন, হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে