হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় একটি গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এরশাদ (২৭)। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রুবেল বলেন, ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজের রিকশা চালান তাঁরা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন এরশাদ। তখন রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. রুবেল বলেন, গত সোমবার রাতভর বৃষ্টির কারণে রিকশার গ্যারেজটিতে পানি জমে ছিল। পানির ওপরে রিকশাটি রেখে ব্যাটারি চার্জ করছিল এরশাদ। 

মৃত এরশাদের স্ত্রী হালিমা আক্তার বলেন, তাঁদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ভাড়ায় রিকশা চালাতেন এরশাদ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা থেকে ওই রিকশাচালককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ