হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করছেন। হল না ছাড়ার বিষয়ে তাঁরা অনড় রয়েছেন। ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে বিজিবি।

আজ বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে জাবিতে শহীদ মিনারের পাশের সড়কে শুরু হয় পুলিশের অ্যাকশন। এর আগে দুপুর ১২টা থেকেই মুখোমুখি অবস্থান নিয়েছিল পুলিশ ও শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা থেকে শুরু করে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের প্রধান সড়ক ও শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

এর আগে জাবিতে সিন্ডিকেট সভা শেষে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যদের সামনে ও পেছনে সড়ক আটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে জাবির মূল ফটকে ৬ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলে হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু শিক্ষার্থীরা হল না ছেড়ে দাবি আদায়ের পক্ষে অনড় অবস্থানে রয়েছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির