শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আরুয়া ইউনিয়নের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় জানতে চেষ্টা করছে পুলিশ। তবে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিবালয়ের বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, নীলাচল পরিবহনের একটি বাসের চাপায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন।
ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।