হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে টাঙ্গাইল র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা মারা গ্রামের শেখ মো. সোনা মিয়া (৩৩), একই উপজেলার বাচামারা গ্রামের মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. আকাশ মিয়া (৩৪)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের সদস্যরা নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে ডাকাতি করতেন। তাঁরা গতকাল সোমবার অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসের চালককে জিম্মি করে গাড়িতে ওঠে। পরে ওই চালককে রাস্তার মধ্য নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন চালক বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। র‍্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি নকল হাতকড়া, একটি পিস্তল সদৃশ বস্তু, একটি চাকু ও পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল