হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার হিযবুত তাহরীরের তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ তিনজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গ্রেপ্তার তিনজন হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। তাঁদের মধ্যে মনিরুল ইসলামকে দুই দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেলে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের দুটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এই তিনজনকে আটক করা হয়। তাঁরা প্রত্যেকেই নিষিদ্ধঘোষিত এই সংগঠনের সদস্য। পরে এ ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এসআই আলমগীর কবির সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্‌রীরের সদস্যরা আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ঘোষণা করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৪৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় মোহতাসিন বিল্লাহর বাসায় একত্র হয়ে শলাপরামর্শ করেন।

পুলিশ রাত ১২টা ৫ মিনিটে অভিযান চালিয়ে মোহতাসিন বিল্লাহ ও মনিরুল ইসলামকে আটক করে। অন্যরা পালিয়ে গেলেও পরে রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট