হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল শুরু, ক্যাম্পাসে ফিরেছেন জাবি শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। অবরোধ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

বেলা সাড়ে ৩টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টি এবং পুলিশি বাধার কারণে ৪টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে জাবির মূল ফটকের সামনে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। 

এতে মহাসড়কের বিশমাইল থেকে জাবির মূল ফটক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে সড়কের উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া পার্শ্ববর্তী নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও এর প্রভাব পড়ে। ফলে এ দুই সড়কেও যানজট সৃষ্টি হয়। 

এর আগে ফটকের ভেতরে জমায়েত হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন তারা। ফটকের বাইরে পড়েন পুলিশি বাধায়। 

কয়েক মিনিটের ব্যবধানে পুলিশের বাধা ভেদ করে ঢাকা-আরিচা মহাসড়কে চলে আসেন আন্দোলনকারীরা। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাই থানা–পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যাননিয়ে অবস্থান করতে দেখা গেছে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলেও কিছুটা দূরেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ