হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল শুরু, ক্যাম্পাসে ফিরেছেন জাবি শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। অবরোধ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

বেলা সাড়ে ৩টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টি এবং পুলিশি বাধার কারণে ৪টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে জাবির মূল ফটকের সামনে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। 

এতে মহাসড়কের বিশমাইল থেকে জাবির মূল ফটক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে সড়কের উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া পার্শ্ববর্তী নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও এর প্রভাব পড়ে। ফলে এ দুই সড়কেও যানজট সৃষ্টি হয়। 

এর আগে ফটকের ভেতরে জমায়েত হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন তারা। ফটকের বাইরে পড়েন পুলিশি বাধায়। 

কয়েক মিনিটের ব্যবধানে পুলিশের বাধা ভেদ করে ঢাকা-আরিচা মহাসড়কে চলে আসেন আন্দোলনকারীরা। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাই থানা–পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যাননিয়ে অবস্থান করতে দেখা গেছে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলেও কিছুটা দূরেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু