হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল শুরু, ক্যাম্পাসে ফিরেছেন জাবি শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। অবরোধ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

বেলা সাড়ে ৩টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টি এবং পুলিশি বাধার কারণে ৪টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে জাবির মূল ফটকের সামনে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। 

এতে মহাসড়কের বিশমাইল থেকে জাবির মূল ফটক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে সড়কের উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া পার্শ্ববর্তী নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও এর প্রভাব পড়ে। ফলে এ দুই সড়কেও যানজট সৃষ্টি হয়। 

এর আগে ফটকের ভেতরে জমায়েত হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন তারা। ফটকের বাইরে পড়েন পুলিশি বাধায়। 

কয়েক মিনিটের ব্যবধানে পুলিশের বাধা ভেদ করে ঢাকা-আরিচা মহাসড়কে চলে আসেন আন্দোলনকারীরা। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাই থানা–পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যাননিয়ে অবস্থান করতে দেখা গেছে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলেও কিছুটা দূরেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির