হোম > সারা দেশ > ঢাকা

দুই বছর পরে ভারতীয়দের জন্য চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর ধরেই বন্ধ রয়েছে ভারতীয়দের জন্য বাংলাদেশের টুরিস্ট বা পর্যটন ভিসা। শুক্রবার থেকে আবার চালু হচ্ছে ভারতীয় নাগরিকদের পর্যটন ভিসা। 

আজ বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তৌফিক হাসান জানান, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ১৫ নম্বর প্লটের সিপি ব্লকে চালু হওয়া বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রহণ করা হবে ভিসার আবেদন। ভিসার আবেদনের সঙ্গে দিতে হবে কোভিডের ডাবল ডোজ টিকা নেওয়ার সনদের ফটোকপি। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নেওয়া হবে আবেদন। তবে পার্ক সার্কাসের বাংলাদেশ উপহাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেওয়া হবে না।

এর আগে বাংলাদেশের ভিসার জন্য ভারতীয়দের জন্য কোন ফি লাগত না। তবে এবার ভিসা বিনা মূল্যে হলেও প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি দিতে হবে। যেটা নগদে বা অনলাইনে দেওয়া যাবে বলে গণমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশের এই ভিসা নিয়ে ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে যেতে পারবেন বাংলাদেশে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের ওডিশা, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপহাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ