হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে রাজমিস্ত্রির কবজি কেটে ফেলল প্রতিপক্ষ 

মাদারীপুর প্রতিনিধি

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে এক রাজমিস্ত্রির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে। 

আজ রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হুমায়ুন মাতুব্বর (৩০) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে রাজমিস্ত্রি হুমায়ূনের ওপর হঠাৎ হামলা চালায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ সময় হুমায়ূনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা রাজমিস্ত্রিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় রাতেই হুমায়ুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ূনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন আছে। তা ছাড়া তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরও বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, যারা হুমায়ূনের ওপর হামলা চালিয়ে তাদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা আছে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন হাওলাদার ও তাঁর বাবা আলমগীর হাওলাদার পলাতক আছে। তাদের মোবাইল ফোনও বন্ধ আছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯