ঢাকা: রাজধানীর বংশালে এক রিকশাচালককে নির্যাতনের অভিযোগে সুলতান আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশ তাঁকে আটক করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তেমন কোন কারণ ছাড়াই সুলতান রিকশাচালককে থাপ্পড় মারতে মারতে মাটিতে ফেলে দেন। এসময় জ্ঞান হারিয়ে ফেলেন ভুক্তভোগী রিকশাচালক। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
পুলিশ সদরদপ্তরের এআইজি সোহেল রানা জানান, মঙ্গলবার রিকশাচালককে মারতে থাকা ঐ ভাইরাল ভিডিওটি পুলিশের ফেসবুক পেজে দেন এক সংবাদকর্মী। পুলিশ সদরদপ্তর নিপীড়নকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে বংশাল থানার ওসি শাহীন ফকিরকে নির্দেশ দেয়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সেদিন বিকালেই আটক করে। অভিযুক্ত সুলতান সেই এলাকার স্থানীয় এবং প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।