হোম > সারা দেশ > ঢাকা

জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে কুদরত-এ-খুদা স্মরণে সেমিনার

আজকের পত্রিকা ডেস্ক­

বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।

বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।

এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির