হোম > সারা দেশ > ঢাকা

জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে কুদরত-এ-খুদা স্মরণে সেমিনার

আজকের পত্রিকা ডেস্ক­

বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।

বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।

এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ