হোম > সারা দেশ > ঢাকা

নারীকে বাসা ভাড়া নিয়ে দেন যুবক, সপ্তাহের মাথায় ঝুলন্ত লাশ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে ঝর্ণা আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখানের মাস্টার বাড়ি এলাকার শাহ আলমের ভাড়া বাড়ির নিচতলা থেকে আজ শনিবার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বাড়ির মালিক ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মো. নাজমুল ওই নারীকে চলতি মাসের প্রথম দিন বাসাটি ভাড়া নিয়ে দেন। তার পর থেকেই তিনি (নারী) সেখানে থাকতেন।

তাঁরা জানান, গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঝর্ণা ঘুমিয়ে পড়েন। পরে সকাল ১০টা বেজে গেলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ওই নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

হত্যা না আত্মহত্যা জানতে চাইলে ওসি মামুন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্তের পর বিষয়টি বলা যাবে। আমরা তদন্ত করছি।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে