হোম > সারা দেশ > ঢাকা

নারীকে বাসা ভাড়া নিয়ে দেন যুবক, সপ্তাহের মাথায় ঝুলন্ত লাশ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে ঝর্ণা আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখানের মাস্টার বাড়ি এলাকার শাহ আলমের ভাড়া বাড়ির নিচতলা থেকে আজ শনিবার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বাড়ির মালিক ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মো. নাজমুল ওই নারীকে চলতি মাসের প্রথম দিন বাসাটি ভাড়া নিয়ে দেন। তার পর থেকেই তিনি (নারী) সেখানে থাকতেন।

তাঁরা জানান, গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঝর্ণা ঘুমিয়ে পড়েন। পরে সকাল ১০টা বেজে গেলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ওই নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

হত্যা না আত্মহত্যা জানতে চাইলে ওসি মামুন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্তের পর বিষয়টি বলা যাবে। আমরা তদন্ত করছি।’

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন