হোম > সারা দেশ > ঢাকা

মুভমেন্ট পাস ছাড়াই ঢাকা ছাড়ছে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে হঠাৎ সরকার ঘোষণা দেয় এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না মোটরসাইকেল। তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাসের ব্যবস্থা করা হয়। যৌক্তিক কারণ দেখিয়ে পাস নেওয়ার সুযোগ রাখা হয়। তবে শেষ পর্যন্ত বেশির ভাগ মোটরসাইকেলচালক মুভমেন্ট পাস ছাড়াই ঢাকা ছাড়ছেন।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর গাবতলীতে অন্তত ৪০ থেকে ৫০ জন বাইকচালকের কাছে মুভমেন্ট পাস থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। বেশির ভাগই জানিয়েছেন মুভমেন্ট পাস নেই। পুলিশ আটকাবে কি না, জানতে চাইলে তাঁরা বলছেন, পুলিশ ধরলে কী আর করার। গাড়ি পাচ্ছি না। পেলেও টিকিটের অনেক বেশি দাম।  

কিছু মোটরসাইকেলচালকের সঙ্গে মালামাল থাকলেও তারা ঢাকা ছাড়ার কথা অস্বীকার করে বলেন, এই সামনে যাব। ঢাকার বাইরে যাচ্ছি না। আবার অনেকেই সাভার-নবীনগরের যাত্রী ডাকছেন। 

তবে কেউ কেউ পুলিশের নির্দেশনা মেনে মুভমেন্ট পাস নিয়ে ঢাকা ছাড়ছেন। নিজের মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছেন মিরপুরের বাসিন্দা মো. হিমেল। পেশায় ব্যবসায়ী এই তরুণ জানালেন, মিরপুর ট্রাফিক পুলিশের ডিসি কার্যালয় থেকে দুটি বাইকের মুভমেন্ট পাস নিয়েছেন। পাস সঙ্গে নিয়ে যাচ্ছেন। পাস থাকায় পথে কোনো বাধা পাবেন না বলে আশা করছেন তিনি।

এদিকে ঢাকা জেলা পুলিশের ট্রাফিকের সদস্যরাও কাজ করছেন। আমিনবাজার ব্রিজ এলাকায় গাড়ির লেন ও সড়কে হাটা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন। কথা হয় জেলা পুলিশের আমিনবাজারের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব ট্রাফিক পুলিশের না। আমরা ট্রাফিকের সদস্যরা সড়কের যানজট নির্বিঘ্ন করতে কাজ করছি। মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব পুলিশের ক্রাইম বিভাগের। তাঁরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।’ 

টিআই রবিউল আরও বলেন, ‘সড়কে প্রচণ্ড যানজট। বিশেষ করে ঢাকা ছাড়ার সময় গাবতলী ব্রিজের গোড়ায় গাড়ির ধীরগতির কারণ যানজট লেগেছে। শ্যামলী থেকে গাবতলী আসতেই দুই ঘণ্টা লাগছে। গাবতলী-আমিনবাজার ব্রিজ পর্যন্ত যানজট। এরপর রাস্তা ক্লিয়ার।’

গাবতলী মোড়ে দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। তাঁরাও মুভমেন্ট পাস চেক করছেন না। এ বিষয়ে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি