হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা-এয়ারপোর্ট ট্রেন চালু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে: হুইপ লিটন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু অভিমুখে যাত্রা করা বিশেষ ট্রেনে বসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন তিনি। 

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ভাঙ্গা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন। 

চিফ হুইপ আরও বলেন, ‘আমাদের মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সিগঞ্জে প্রচুর লোক বিদেশে থাকেন। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘ভাঙ্গা থেকে শিবচর হয়ে আমরা এখন ট্রেনে যাচ্ছি। একসময় এখান থেকে মালিগ্রাম পর্যন্ত নৌকায় যেতে হতো। পদ্মায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগত। দক্ষিণাঞ্চলে কোনো লোক, সরকারি অফিসার আসতে চাইতেন না। এখন পদ্মা সেতু হওয়ার পর রেল চালু হচ্ছে। পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ঢুকতে গেলে যানজটে পড়তে হয়। রেলে এই যানজট থাকছে না।’ 

উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে প্রথমবারের মতো ট্রেন চলছে আজ। বেলা ১টা বেজে ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করে।

 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু