হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা-এয়ারপোর্ট ট্রেন চালু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে: হুইপ লিটন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু অভিমুখে যাত্রা করা বিশেষ ট্রেনে বসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন তিনি। 

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ভাঙ্গা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন। 

চিফ হুইপ আরও বলেন, ‘আমাদের মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সিগঞ্জে প্রচুর লোক বিদেশে থাকেন। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘ভাঙ্গা থেকে শিবচর হয়ে আমরা এখন ট্রেনে যাচ্ছি। একসময় এখান থেকে মালিগ্রাম পর্যন্ত নৌকায় যেতে হতো। পদ্মায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগত। দক্ষিণাঞ্চলে কোনো লোক, সরকারি অফিসার আসতে চাইতেন না। এখন পদ্মা সেতু হওয়ার পর রেল চালু হচ্ছে। পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ঢুকতে গেলে যানজটে পড়তে হয়। রেলে এই যানজট থাকছে না।’ 

উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে প্রথমবারের মতো ট্রেন চলছে আজ। বেলা ১টা বেজে ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করে।

 

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না