সরকার মিয়ানমারের রাখাইনে অবস্থিত বাংলাদেশ মিশন বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত মিশনের বাংলাদেশি কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের মোট নয় সদস্যের মধ্যে তিনজন আজ রোববার ইয়াঙ্গুন পৌঁছেছেন।
কূটনৈতিক কয়েকটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
অন্য ছয়জনের আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুন পৌঁছানোর কথা রয়েছে বলে কূটনীতিকেরা জানান।
এক ঊর্ধ্বতন কূটনীতিক বলেন, রাখাইনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় মিশনটি বন্ধ করা হচ্ছে।
রাখাইনে স্থানীয় সরকারি কর্তৃপক্ষকে মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সিত্তে ফিরে যাওয়ার কথা রয়েছে। সিত্তেতে অবস্থিত জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি মিশন নিজেদের কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।