হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক উৎপল খুনের ঘটনায় ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় আজও উত্তাল সাভার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উপজেলার প্রধান ফটকের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এ হত্যায় জড়িত ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি জানান।

দাবিগুলো হলো শিক্ষকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, ওই শিক্ষকের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ওই ছাত্রের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ওই ছাত্রের সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, স্থানীয় ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের ভেদাভেদ নির্মূল করতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে ছয় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কোনো শিক্ষার্থী ভবিষ্যতে শিক্ষকদের অবমাননা করতেও সাহস না পায়। এমন শাস্তি নিশ্চিত করা হোক যেন শাস্তি দেখে পরিবার সন্তানদের আশকারা না দিয়ে চরিত্র গঠনে সহায়ক হয়।’ 
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমরা চাই কিশোর গ্যাং নির্মূল হোক। ওই ছাত্র পরিকল্পনা করে শিক্ষক উৎপলকে হত্যা করেছে। সে তার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিল। তার কাছেই সে আশ্রয় নেয়। সুতরাং ওই ছাত্র যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা স্পষ্ট। আমরা চাই পুরো ঘটনা স্পষ্ট করা হোক।’

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ওই ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ