হোম > সারা দেশ > ঢাকা

দেয়াল ধসে শিশুর মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার লিগ্যাল 'আইন ও অধিকার ফাউন্ডেশন, নামের মানবাধিকার সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুহিদুল কবীর ও মনির হোসেন এই নোটিশ পাঠান। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ৫০ লাখ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কেও ৫০ লাখ টাকা দিতে বলা হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা শিশুর পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে।   

নোটিশে বলা হয়, মঙ্গলবার সকালে বাবা নাজির হোসেন সন্তান জিহাদকে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে শিশুটি চাপা পড়ে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দায় আছে গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশন ড্রেনের কাজ করেছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। 

নিহত জিহাদ রাজধানীর আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১