হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই নিহত, আহত ৪

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান ছোট ভাই ফালু মিয়া (৫৫)। এ ঘটনায় আরও চারজন আহত হন। 

আজ সোমবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কামালিয়া চালা মধ্যপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় আহতরা হলেন, নিহত ফালু মিয়ার স্ত্রী আজিবন নেছা (৪৭), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তাঁর স্ত্রী হালিমা আক্তার (৩৮)। 

ঘটনার পরপরই পুলিশ বড় ভাই বাবর আলী (৬০), বাবর আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৮), মেয়ে রোকেয়া (২৭), আবদুর রহিম (৪০) ও তাহেরা আক্তারসহ (৪০) পাঁচজনকে আটক করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কামালিয়া চালা গ্রামের ফালু মিয়া ও বাবর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে বড় ভাই বাবর আলী ও তাঁর ছেলে নাজিম উদ্দিন প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা করেন। ছোট ভাই ফালু মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দা, শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া, ফালু মিয়ার স্ত্রী আজিবন নেছা, ছেলে রিপন মিয়া, প্রতিবেশী মুঙ্গল আলী ও তাঁর স্ত্রী হালিমা আক্তার আহত হন। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে ফালু মিয়ার মৃত্যু হয়। অন্য আহতরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রস্তুতি চলছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন