হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকল ঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঘরের ভেতরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফুলু রাণী রবিদাস (৪২) ও তার মেয়ে রাধিকা রাণী রবিদাস (১৩)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফুলু রাণীর স্বামী ও রাধিকার বাবা গণেশ চন্দ্র রবিদাস।

গণেশ চন্দ্র রবিদাসের ভাই ভিম রবিদাস বলেন, রাতে গরমের কারণে গণেশ রবিদাস তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানটি ঘরের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। মধুপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। গণেশ রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল