গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।