হোম > সারা দেশ > ঢাকা

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ পালন করে ছাত্রদল। এ সময় এ দাবি জানায় তারা। 

সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়েছে। এর আগে আমাদের শিক্ষক মোর্শেদ স্যারকে শুধু জাতীয়বাদী আদর্শে বিশ্বাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে দেখেছি।’ 

ছাত্রদলের সভাপতি বলেন, ‘অবশেষে আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন তাঁদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তখন শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাঁদের ওপর হামলা করেছে, আহত করা হয়েছে, নির্বিচারে গুলি করেছে। পরে তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

এমনকি ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলুর রহমান খোকন। 

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড