হোম > সারা দেশ > ঢাকা

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ পালন করে ছাত্রদল। এ সময় এ দাবি জানায় তারা। 

সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়েছে। এর আগে আমাদের শিক্ষক মোর্শেদ স্যারকে শুধু জাতীয়বাদী আদর্শে বিশ্বাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে দেখেছি।’ 

ছাত্রদলের সভাপতি বলেন, ‘অবশেষে আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন তাঁদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তখন শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাঁদের ওপর হামলা করেছে, আহত করা হয়েছে, নির্বিচারে গুলি করেছে। পরে তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

এমনকি ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলুর রহমান খোকন। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক