হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পুলিশ সেজে ডাকাতি-ছিনতাই, র‍্যাবের মামলায় কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান থেকে পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ র‍্যাবের হাতে আটক হওয়া মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুরকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মুন্না পুলিশ সেজে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আটককালে তাঁর কাছে থেকে পুলিশের পোশাকসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিন সোমবার (২৭ মে) বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মাহমুদুল হাসান মুন্নাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে রমনা ও দক্ষিণখান থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে। সেগুলো বিচারাধীন।

এর আগে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার উকিল আব্দুস সাত্তারের বাড়ির পঞ্চম তলা থেকে রোববার (২৬ মে) দুপুরে মুন্নাকে আটক করেছে র‍্যাব-১। পরে দক্ষিণখান থানায় র‍্যাব বাদী হয়ে মামলা করে।

মুন্না নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাফিজ উল্লাহ ওরফে আবুল মোকারমের ছেলে। দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকায় বসবাস করেন।

আটককালে তাঁর কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি খেলনা পিস্তল, ২টি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি রাবার হাতুড়ি, ১টি মোটরসাইকেল, ১টি হ্যান্ডকাফ কভার, ২ সেট পুলিশের পোশাক, ২টি কালো হাতা কাটা জ্যাকেট, ১টি নীল রঙের পুলিশ ক্যাপ, ৩টি পিস্তল কভার, ১টি পুলিশ বেল্ট, ২টি চামড়ার মানিব্যাগ, ১টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১টি ইলেকট্রিক শক মেশিন,  ১টি পেনড্রাইভ এবং ১টি স্মার্টওয়াচ উদ্ধার করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে দক্ষিণখানের নদ্দাপাড়া থেকে পুলিশের ইউনিফর্ম, জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ মুন্নাকে আটক করা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ