হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে আন্ডারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন আন্ডারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসটি ব্যবহারের জন্য রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে আন্ডারপাসটি। শীতাতপনিয়ন্ত্রিত আন্ডারপাসটি হুইল চেয়ার ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ৪২ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 

একই সময়ে এই আন্ডারপাস ছাড়াও সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, বালুখালী-ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং নানিয়ারচরে চেংগী নদীর ওপর নির্মিত ৫০০ মিটার দীর্ঘ সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল