হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে আন্ডারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন আন্ডারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসটি ব্যবহারের জন্য রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে আন্ডারপাসটি। শীতাতপনিয়ন্ত্রিত আন্ডারপাসটি হুইল চেয়ার ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ৪২ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 

একই সময়ে এই আন্ডারপাস ছাড়াও সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, বালুখালী-ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং নানিয়ারচরে চেংগী নদীর ওপর নির্মিত ৫০০ মিটার দীর্ঘ সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না