হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে আন্ডারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন আন্ডারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসটি ব্যবহারের জন্য রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে আন্ডারপাসটি। শীতাতপনিয়ন্ত্রিত আন্ডারপাসটি হুইল চেয়ার ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ৪২ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 

একই সময়ে এই আন্ডারপাস ছাড়াও সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, বালুখালী-ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং নানিয়ারচরে চেংগী নদীর ওপর নির্মিত ৫০০ মিটার দীর্ঘ সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত