হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুরে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে তাঁদের কারখানার সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। 

এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। 

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মহানগরীর জিরানী এলাকা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা শ্রমিকেরা গত সপ্তাহের প্রথম দিকে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাওয়া দাওয়া নিয়ে বিক্ষোভ করে। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে শ্রমিকেরা অভিযোগ করে। 

যার কারণে সেই সব দাবি নিয়ে সোমবার দুপুরে টিফিনের বিরতির সময় শ্রমিকেরা কারখানার ফিরে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। 

এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। 

কারখানার শ্রমিক আব্দুল মোমিন বলেন, গত সপ্তাহে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না তাদের মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বারবার আশ্বাস দিয়ে তারা কথা রাখছে না। জিরানী বাজার এলাকার ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরে শ্রমিকেরা দাবি দাওয়া নিয়ে সড়কটি অবরোধ করে রাখছে। এতে সাধারণ মানুষ ও নিয়মিত যারা এই সড়কে চলাচল করে তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। কিছু হলেই সড়ক অবরোধের প্রতিকার হওয়া উচিত। যাতে অযথা কারণে সড়ক অবরোধ করতে না পারে। 

গাজীপুর শিল্প পুলিশ-এর বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বেলা ১টার দিকে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানা ভেতরে নেওয়া হয়। 

পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট