হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গুদামে আগুন: দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে গুদামে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গুদামের আগুন বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

কারখানার সিট কাটিং সেকশনের শ্রমিক সম্রাট বলেন, তখন তিনি ম্যানেজারের কক্ষে ছিলেন। এ সময় হঠাৎ পাশের কেমিক্যাল গুদামে বিকট শব্দ হয়। এরপর দৌড়ে গিয়ে দেখেন কয়েকজন শ্রমিক এদিক সেদিক ছোটাছুটি করছে। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হয়।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত একজনের ক্ষতবিক্ষত মরদেহ পেয়েছি। আর কেউ মারা গেছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন