হোম > সারা দেশ > ঢাকা

রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তিতে ২৪ এপ্রিল কর্মসূচি পালন করবে ব্লাস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা মূল্যে আইনি সেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট) ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আইনি সপ্তাহ পালন করছে। ব্লাস্টের ৩০ বছর এবং সংবিধান প্রণেতা ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করছে সংস্থাটি। গত ১৯ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য  জানিয়েছে ব্লাস্ট। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যায়বিচার সকলের অধিকার, আমাদের অঙ্গীকার’- এ উদ্দেশ্যকে সামনে রেখে ন্যায়বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের ৩০ বছর এবং
সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথিকৃৎ ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে আইনি সেবা সপ্তাহ পালন করছে ব্লাস্ট। এ উপলক্ষ্যে জেলা পর্যায়ে আইনি সহায়তা ক্যাম্প, জেলা ইউনিট পরিচালনা কমিটির সদস্য ও প্যানেল আইনজীবীদের নিয়ে আলোচনা সভা এবং জাতীয় পর্যায়ে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ১১ বছর পালনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

ব্লাস্ট জনগণের আইনগত অধিকার রক্ষার জন্য গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে মামলা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি সাধারণত পারিবারিক, দেওয়ানি, ভূমির মালিকানা এবং সংবিধান বিষয়ক ইস্যু নিয়ে আইনি পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ